EIIN : 104064
School Code : 0215031303 Natmura, Banskhali, Chittagong; 01991951140

অতি বৃষ্টি, জলাব্ধতা ও বন্যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে।

Published By: মোহাম্মদ ইউনুছ | Published on: 08/08/2023


ছাত্র-ছত্রী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশে অতি বৃষ্টি, জলাব্ধতা ও বন্যার কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৯ ও ১০ আগস্ট ২ দিন বন্ধ রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। উধর্বতন কর্তৃপক্ষের নিদের্শনা মোতাবেক নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে উক্ত দুইদিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে আগামী ১৩ ই আগস্ট বিদ্যালয় খোলা হবে এবং শ্রেণি কার্যক্রম চলবে। প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)