EIIN : 104064
School Code : 0215031303 Natmura, Banskhali, Chittagong; 01991951140

১৪ মে বিদ্যালয় বন্ধ প্রসঙ্গে।

Published By: মোহাম্মদ ইউনুছ | Published on: 05/13/2023


ছাত্র ছাত্রী ও সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ এর কারণে আগামীকাল ১৪ মে, রবিবার, সরকারি নির্দেশনা অনুসারে বিদ্যালয় একদিন বন্ধ থাকবে। ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্ট সকলকে নিরাপদে অবস্থান করার জন্য পরামর্শ দেওয়া গেল। ঘূর্ণিঝড় চলাকালীন বিদ্যালয়টি আশ্রয়কেন্দ্র হিসেবে খোলা থাকবে। ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর একান্ত সমস্যা হলে বিদ্যালয়ে আশ্রয় নিতে পারবে।