EIIN : 104064
School Code : 0215031303 Natmura, Banskhali, Chittagong; 01991951140

বিদ্যালয় বন্ধ সম্পর্কিত

Published By: মোহাম্মদ ইউনুছ | Published on: 09/29/2022


ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দুর্গাপুজা, লক্ষ্নীপুজা, প্রবারণা পুর্ণিমা ও ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আগামী 0১ অক্টোবর শনিবার থেকে ০৯ অক্টোবর রবিবার পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে। ১০ অক্টোবর, সোমবার থেকে বিদ্যালয় খোল হবে এবং শ্রেণি কার্যক্রম চলবে। বিদ্যালয় খোলার পর পরই দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা শুরু হবে। দশম শ্রেণির সকল শিক্ষার্থীকে অবহেলা না করে মনোযোগের সাথে পড়া-লেখা করার জন্য নির্দেশ দেওয়া গেল। এ ব্যাপারে সম্মানিত সকল অভিভাবক বৃন্দের সহযোগিতা কামনা করছি। প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)